App Development (Coming Soon)

যারা এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু করার প্রয়োজন অনুভব করছেন। যেখানেই যাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন এটা শিখতেই হবে, কিংবা আপনি খুব টেকনোলজি ঘেঁষা মানুষ তাই এন্ড্রয়েড এপ্লিকেশন সম্পর্কে তুমুল আগ্রহ কিন্তু জানেননা যে কিভাবে শুরু করবেন। এমনও হতে পারে আপনি সবই জানেন, সবই বুঝেন কিন্তু কোথাও গিয়ে শেখার কোনো সুযোগ বা সময় পাচ্ছেন না ।হ্যাঁ উপরের সবকটি কারণের জন্যেই আপনি একদম সঠিক জায়গাটিতে এসেছেন। এখানে আমরা এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপ করা শিখবো একদম শুরু থেকে হাতে কলমে। আপাতত শুরু করছি এই যাত্রার প্রথম কোর্স “Android Application Development Course for Beginners”। আপাতত এই কোর্সটি আপনারা যারা একদমই নতুন, শুধু হালকা পাতলা জাভা জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) সম্পর্কে জানেন কিন্তু এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট কখনো শুরু করেননি, কিংবা একটু শুরু করার পর মনে হচ্ছে বিশাল এক সাগরে এসে পড়েছি তাই চুপ হয়ে গেছেন তাদের কথা চিন্তা করেই এই কোর্সটি সাজিয়েছি।এই কোর্সে আপনারা এন্ড্রয়েড এপলিকেশন এর মূল 4টি কম্পোনেন্ট এর মধ্যে দুইটি কম্পোনেন্ট সম্পর্কে জানবেন। কিভাবে নিজের পিসিকে এন্ড্রয়েড এপলিকেশন ডেভেলপ করার উপযোগী করে কিভাবে শুরু করা যায় সেটি জানবেন।কোর্সটি কমপ্লিট করে বানিয়ে ফেলতে পারবেন মোটামুটি মানের একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন এবং আপনার পরিচিত মানুষদের এন্ড্রয়েড মোবাইলে শেয়ার করতে পারবেন । অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে এগিয়ে গেলে একটি বড় পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন কে অনেক কম বাগের উপস্থিতিতে বানিয়ে ফেলা যায় সেসব একদম হাতে কলমে দেখবো।এভাবে আস্তে আস্তে এই কোর্সটি শেষ হলে আমরা পরবর্তী কোর্সে আরো সামনে এগিয়ে যাবো এবং আপনার আমাদের সাথে থাকলে ধীরে ধীরে হয়ে উঠবো একজন সফল স্কিল্ড এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার, তো আর দেরি কেন?